কাপাসিয়ায় ইউনিয়ন পর্যায়ে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩০ এএম, ১১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:১৮ এএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতা-কর্মীরা গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, আটা সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা-কর্মীদের মুক্তিসহ দশ দফা দাবীতে শনিবার সকালে পদযাত্রা কর্মসূচি পালন করেছে।
কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা’র দিকনির্দেশনায় উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থানে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন। ইউনিয়ন পর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল সহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়ে ব্যানার সম্বলিত বিভিন্ন শ্লোগান সহকারে মিছিল করেন।
উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা সকালে ঢাকা সড়কের সূর্য্য নারায়নপুর নতুন বাজারে পদযাত্রা কর্মসূচি পালন করেছে।
এসময় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আফজল হোসেন বেপারী।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, বিএনপি নেতা অ্যাড. আজিজুল হক বাবুল, নুর উদ্দিন, জহিরুল ইসলাম ফকির, আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম বুলু, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, যুবদল নেতা মহিবুর রহমান, আশরাফুল আলম সোহেল, নুরুজ্জামান, মীর মাসুম প্রমূখ।
এছাড়া তরগাঁও, টোক, সিংহশ্রী, রায়েদ, বারিষাব, ঘাগটিয়া, সনমানিয়া, কড়িহাতা, দূর্গাপুর, চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীরা পদযাত্রা কর্মসূচি পালন করেছেন।