মাদারীপুরের বিএনপির ১০ দফা দাবিতে পদযাত্রা ও লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৩ এএম, ১১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৩:০৬ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
মাদারীপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি ১০ দফা দাবিতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন থেকে এ কর্মসূচি শুরু হয়।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কালকিনি ও ডাসার উপজেলার ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন হাট বাজারে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ সকালে ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের ডাসার কাঠালতলা বাজার থেকে শুরু করে কাজীবাকাই,বালিগ্রাম ও গোপালপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়ন এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন, ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, জেলা সেচ্ছাসবক দলের সাধারন সম্পাদক এ্যাডঃ মাসুদ পারভেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদ ভুইয়া, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডাঃ এরফান, কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্নান সরদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন, যুগ্ন সম্পাদক ইসমাইল হাওলাদার, তথ্য বিষয়ক সম্পাদক নুরুজ্জামান তালুকদার, বিএনপি নেতা সরোয়ার তালুকদার, ছাত্রদলের সাধারণ সম্পাদক সিকদার মামুন, ছাত্রদল নেতা আলাউদ্দিন, বনি আমিন, রুবেল, শ্রমিকদলের আহবায়ক শাহ আলম, স্বেচ্ছাসেবকদল নেতা সাত্তার, আশিক, শরিফুল, কৃষকদল নেতা নান্নু খান, নাজমুল খন্দকার, যুবদল নেতা বায়জিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্রব্য মুল্যের উর্ধগতির প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা আজকে তারেক রহমানের নির্দেশে ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করছি। আমরা জনগনকে সাথে নিয়ে এ সরকারের পতন ঘটিয়ে গনতন্ত্র পুর্নউদ্ধার করব ইনশাআল্লাহ।