আমাদের ওপর চেপে বসে আছে অবৈধ সরকার : এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২০ এএম, ১০ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০১:৩৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একটি অবৈধ সরকার আমাদের ওপর চেপে বসে আছে।
আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেলা বিএনপি আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এরা দিনের ভোট রাতে করে অত্যাচার-নির্যাতনের মাধ্যমে দেশ পরিচালনা করছে। লুটপাট করে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করছে।
তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালনেও গত কয়েক বছর হামলা এবং গণহারে মামলার শিকার হতে হয়েছে। আমাদের দাবি হচ্ছে, অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করে পার্লামেন্ট ভেঙে দিতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে আছি। এ আন্দোলন দেশের জন্য জনগণের আন্দোলন।
প্রেস ব্রিফিংয়ে কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, অ্যাডভোকেট হাফিজ উল্যাহ, নিজাম উদ্দিন ভূঁইয়া, মাহবুবুর রহমান লিটন, অধ্যাপক নিজাম উদ্দিন, যুবদল নেতা রেজাউল করিম লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশিদ, কৃষকদল নেতা মাহবুব আলম মামুন, ছাত্রদল নেতা হাসান মাহমুদ ইব্রাহিম ও আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।