বৃহত্তর ফরিদপুরের প্রতিটি ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি সফল করতে হবে : শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৩ পিএম, ৯ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:৪৬ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ১১ ফেব্রুয়ারি বৃহত্তর ফরিদপুরের প্রতিটি ইউনিয়নে বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করতে হবে।
আজ বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ায় মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের বাসভবন চত্বরে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে ফরিদপুর বিভাগীয় বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের সভাপতিত্বে এবং নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাড. জাফর আলী মিয়া, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মোরাদ, কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট, সদরপুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরান, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, কালুখালী উপজেলা বিএনপির আহবায়ক আয়নাল হাবিব, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল, চরভদ্রাসন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।