সরকার খালেদা জিয়ার সঙ্গে কোনো অন্যায় করেনি : ইনু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৯ এএম, ৯ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০১:০২ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
‘নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়াকে ফরমায়েশি সাজা দেওয়া হয়েছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে জাসদ সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে সরকার কোনো অন্যায় করেনি।
আজ বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, নিজের অপরাধের জন্য খালেদা জিয়া কারাগারে সাজা ভোগ করছে। এর সঙ্গে রাজনীতি কিংবা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কাউকে নির্বাচন থেকে দূরে রাখতে নয়, আদালত শুধু অপরাধেরই বিচার করে।
তিনি আরও বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। নির্বাচন গণতন্ত্র এসবের আড়ালে তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে। তাদের নিয়ে সবসময়ই এমন শঙ্কা থাকে।
ইনু বলেন, বিএনপি-জামায়াতের হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ, পকেটে রাজাকার, জঙ্গি, খুনি, তাদের কাছ থেকে দেশবাসী কিছু আশা করতে পারে না।
পরে তিনি বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাসদের নেতা ও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।