রাজধানীতে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০১ এএম, ৯ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৮:০৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ঢাকায় বিএনপির পূর্ব ঘোষিত আজকের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
গতকাল বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাতে বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান।
তিনি বলেন, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ নিহত হওয়ায় গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে আজ বৃহস্পতিবার রাজধানীতে বিএনপি’র ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ায় দলের গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করে বুধবার রাতে আমাদের জ্যেষ্ঠ নেতারা একটি বৈঠক করেন এবং পদযাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নেন।’
তিনি জানান, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুর খবরের মধ্যে তাদের দলের নেতারা মনে করেন বৃহস্পতিবার এই পদযাত্রার কর্মসূচি পালন করা ঠিক হবে না। পদযাত্রার নতুন তারিখ পরে জানানো হবে।
তুরস্ক ও সিরিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর গোপীবাগ থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে পদযাত্রা করার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র নেতাকর্মীদের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীতে দলের দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করেন।
এছাড়া ঢাকায় ১২ ফেব্রুয়ারির (রোববার) পদযাত্রা কর্মসূচি বহাল থাকবে। বিএনপি গত মঙ্গলবার এই দুটি কর্মসূচি ঘোষণা করেছিল।