গায়েবী মামলায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৫ নেতা কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২১ পিএম, ৮ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৫:১৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫ বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কোন মামলা না থাকায় পুলিশের দায়েরকৃত পেন্ডিং গায়েবী মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বুধবার (৮ জানুয়ারী) দুপুরে আদালতে পাঠায়। আদালত জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন নবাবী চাইনিজ রেস্টুরেন্টে বিএনপির এই ৫ নেতা খাবার খাচ্ছিলেন। এ অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন (৫০), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্বাধীন (৪৭), মোহাম্মদ আমির হোসেন প্রধান (৬১), দেলোয়ার হোসেন বাবুল (৫৯) ও মো. আবুল কাশেম মেম্বার (৬৫)।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এগুলো সব বানোয়াট ঘটনা। অতি উৎসাহিত হয়ে যারা এসব কাজ করছে, তা নীতি-নৈতিকতার বাইরে। সরকারি প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন, যেখানে তারা ন্যায়ের পক্ষে কাজ করবেন, সেখানে তারা অন্যায় কাজে জড়িত হচ্ছেন। যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপন বৈঠকের সময় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।