সাতকানিয়ার আমিলাইষ ইউনিয়নে বিএনপির শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৯ এএম, ৮ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৩:০৩ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পক্ষ থেকে সাতকানিয়া উপজেলা আওতাধীন আমিলাইষ ইউনিয়নে বিএনপি'র শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে আমিলাইষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে, সদস্য সচিব ওয়াহেদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাক।
প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর পক্ষ শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য এসেছি, আমরা সাতকানিয়ার প্রতিটি পাড়া মহল্লায় বিএনপির শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে সাধারণ মানুষের মাঝে আওয়ামী সরকারের দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার দিন গুনছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বিএনপি নেতা এসএম নূরুল হক, চরতী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ ইউনুস সাবেক মেম্বার, সদস্য সচিব আবু সৈয়দ চৌধুরী সাবেক মেম্বার, নলুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবুল কালাম, সদস্য সচিব মোহাম্মদ এমরান, যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা আলী মিয়া, আবু সৈয়দ রাসেল, ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, নাজিম উদ্দীন, জমির উদ্দিন, মিনহাজ সিকদার, মোহাম্মদ তাকিব, মোহাম্মদ জিমান।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে - আমিলাইষ ইউনিয়ন বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।