জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৮ পিএম, ৭ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৭:৪৭ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় পল্টন থানার মামলায় গ্রেফতার বিএনপির ঢাকা জেলা সভাপতি খন্দকার আবু আশফাককে জামিন মুক্তি পেয়েছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে মুক্তি পান তিনি। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, এ অবৈধ সরকারের কারাগার থেকে ঢাকা জেলার বিএনপির সভাপতি খন্দকার আশফাক মুক্তি পেয়েছেন। সরকার অন্যায়ভাবে দলের নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন করছে। হামলা মামলা গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে সরকারের পতন ঠেকানো যাবে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সকল রাজবন্দীর মুক্তির দাবি করছি।
মুক্তি পেয়ে খন্দকার আবু আশফাক বলেন, আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় কারাগার থেকে মুক্তি পেয়েছি। আমরা কারাগারকে ভয় করি না। সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই ভোটারবিহীন সরকারের পদত্যাগ করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। এ সময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো: রেজাউল হক ও বিচারপতি এ কে এম ইমরুল কায়েশ আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতে খন্দকার আবু আশফাকের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
গত ৭ ডিসেম্বর পুলিশ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে। পরে পুলিশের ওপর হামলা, হামলায় পরিকল্পনা ও উসকানির অভিযোগে পরদিন ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করে পুলিশ।