নাশকতার মামলায় জামিন নামঞ্জুর, খুলনা বিএনপি'র ৪৭ নেতাকর্মী কারাগারে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫০ পিএম, ৫ ফেব্রুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৮:২৮ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ফ্যাসিষ্ট সরকারের আজ্ঞাবহ পুলিশের দায়েরকৃত কথিত নাশকতার মামলায় জামিন নামঞ্জুর করে খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া, পাইকগাছা বিএনপি'র ৪৭ জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
আজ রবিবার (০৫ জানুয়ারি) জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের আদালত এ আদেশ দেন।
জামিন আবেদনের শুনানির পর আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
খুলনা জেলা বিএনপি'র আহবায়ক আমীর এজাজ খান আজ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে অবিলম্বে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
তিনি জানান, জেলার বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা থানার পৃথক তিনটি মামলায় বটিয়াঘাটা উপজেলা বিএনপি'র সভাপতি খায়রুল ইসলাম জনি ও সাধারণ সম্পাদক খন্দকার ফারুক, পাইকগাছা থানা বিএনপি'র সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুজ্জামান আশিকসহ ৪৭জন নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আওয়ামী আজ্ঞাবহ আদালত। পুলিশ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে কথিত নাশকতার সৃষ্টির বানোয়াট অভিযোগে মামলা দায়ের করে।
তিনি আরও জানান, এই তিন থানায় দায়েরকৃত মামলায় ৬১ নেতাকর্মী হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। গত ২২ জানুয়ারি তারা খুলনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন। আদালত নথি তলব করে রবিবার শুনানির দিন ধার্য করেছিলেন। সেই ৬১ জনের মধ্যে একজন অসুস্থ থাকায় ৬০ জন আদালতে হাজির হন। তাদের মধ্যে ১৩জনের জামিন মঞ্জুর করেছে আদালত৷ আর বাকী ৪৭ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অবিলম্বে জেলা বিএনপি'র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তিনি। একই সাথে তৃণমূল নেতাকর্মীদের আগামীর আন্দোলন-সংগ্রাম সফল করে নিশিরাতের ভোটডাকাত আওয়ামী সরকারের পতন নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের আহবান জানিয়েছেন জেলা বিএনপি'র আহবায়ক আমির এজাজ খান।