তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না : তোফায়েল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৯ পিএম, ৪ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:৩৭ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর কোনো দিন ফিরে আসবে না। তিনি বলেন, বাংলাদেশে কোনো দিন আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। বর্তমান ক্ষমতাসীন দলের অধীনেই সংবিধান অনুসারে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির অবাস্তব দাবির কোনো মূল্য নেই।
আজ শনিবার দুপুরে সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, বিএনপি ২০০১ সালের পর আমাদের দলের নেতাকর্মীদের ওপর অমানবিক অত্যাচার করেছে। তাদের সেই নির্যাতনের কথা এখনো মানুষ ভোলেনি। লালমোহনে পানির মধ্যে লুকিয়ে থাকা মা-বোনদের তুলে নিয়ে নির্যাতন করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো প্রধানমন্ত্রী হলে দেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে বিশ্বে মর্যাদাশীল দেশ হিসাবে আমরা চিহ্নিত হবো।
তোফায়েল আহমেদ বলেন, এ বছর নির্বাচনের বছর। এ বছরের শেষে জাতীয় সংসদ নির্বাচন। তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। এই গ্যাস সারা বাংলাদেশে সরবরাহ করতে পারব। বর্তমানে আমরা চাই ভোলার মানুষের প্রাণের দাবি ভোলা-বরিশাল ব্রিজ। এ সেতুটি হয়ে গেলে ঢাকা থেকে মাত্র চার ঘণ্টায় ভোলায় আসা যাবে। এখানে কল-কারখানাসহ অনেক ইন্ডাস্ট্রি হবে। পরে তোফায়েল আহমেদ পরানগঞ্জ বিশ্বরোড, জংসন বাজার ও রাজাপুরে পথ সভায় বক্তব্য রাখেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।