বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশে ড. খন্দকার মোশাররফ হোসেন
বর্তমানে গায়ের জোরে ক্ষমতা টিকে আছে হাইব্রিড আওয়ামী লীগ সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৯ পিএম, ৪ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১০:০৮ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
এই আওয়ামী লীগ সরকার কি করে ক্ষমতায় আছে সেটা জনগণ জানে। এখন দেখবেন বিদেশ থেকে কাউকে দাওয়াত দেয়া হয় না। বিদেশ থেকে বলা হয় বাংলাদেশ সরকার হাইব্রিড সরকার। এ দেশে গণতন্ত্র নেই। এ দেশের সরকার রাজনীতির মাঠে এককভাবে থাকতে চায়। বর্তমানে গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে।
আজ শনিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশীদ ইয়াছিনের সভাপতিত্বে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সমাবেশ কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ আরও বলেন, জনগণ জানে এই সরকার দিনের ভোট রাতে দেয়ার সরকার। তারা গণতন্ত্রকে হত্যা করেছে। আওয়ামী লীগ সরকার এখন নতুন খেলায় মেতে উঠেছে। তারা আমাদের নেতাকর্মীদের কথায় কথায় গ্রেফতার করছে। মাসখানেক আগে আপনাদের (কুমিল্লা) সাংগঠনিক সম্পাদককেও গ্রেফতার করেছিল। এতে বিএনপি দুর্বল হয় নাই, বিএনপি আরও শক্তিশালী হয়েছে।
বিএনপির কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দাবি করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জেলখানায় আর জায়গা নেই। রাজনৈতিক কর্মীদের বন্দি করে রাখা হয়েছে। দুজনের সেলে সাত-আটজন করে রাখা হচ্ছে। বিএনপির নেতাদের জেলে ভরে, মামলা দিয়ে, গুম খুন করে ১৫ বছর ধরে ক্ষমতায় টিকে আছে এই সরকার।
এদিকে সভাপতির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, আওয়ামী লীগ সরকার জাতির উপরে গুঁটিবসন্তে রূপ নিয়েছে। জলবসন্ত হলে রক্ষা পাওয়া যায় কিন্তু গুঁটিবসন্ত হলে পুরো গ্রাম শেষ হয়ে যায়। এই অবৈধ সরকারও গুঁটি বসন্তের মতো পুরো দেশের জাতির ওপর চেপে বসেছে। এই জাতিকে রক্ষা করতে হলে আন্তর্জাতিকভাবে প্রমাণিত খুনি হাসিনাকে টেনে-হেঁচড়ে নামাতে হবে।
বিএনপি নেতা হাজী ইয়াছিন আরো বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা এই অবৈধ সরকারকে বলে কোনো লাভ নাই। এই জবরদখলদারী অবৈধ সরকার মানুষের সকল প্রকার অধিকার হরণ করেছে। মানুষ তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে এসেছে। জনগণের অধিকার জনগণই এবার আদায় করবে।
ভোটচোর, ভোট-ডাকাত হাসিনার কারণে দেশের মানুষ ভোট দেয়াই ভুলে গেছে। এই অবৈধ খুনি হাসিনার হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এ কে আকরামুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সেলিম ভূঁইয়া, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মেহেদি হাসান পলাশ প্রমুখ।