বিএনপির সমাবেশ, লোকারণ্য নয়াপল্টন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৯ এএম, ৪ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ১২:৫৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে সাংগঠনিক বিভাগীয় শহরে আজ সমাবেশ করবে বিএনপি। সেই ধারাবাহিকতায় ঢাকা বিভাগীয় সমাবেশ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করবে দলটি।
আজ শনিবার বেলা ২টায় ঢাকার সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগে থেকেই আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। তাদের স্লোগানে-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে নয়া পল্টন এলাকা।
নয়া পল্টনের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
সমাবেশে সভাপতিত্ব করবেন দক্ষিণ মহানগর বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু।
এদিকে বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়া পল্টন ছাড়াও রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।
ঢাকার কর্মসূচি থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।