বগুড়ায় সম্পাদক ও প্রেসক্লাব নেতৃবৃন্দের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৫ পিএম, ৩ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৩:২১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বগুড়ায় অবস্থিত প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক, স্থানীয় পত্রিকার সম্পাদকদের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা' হস্তান্তর করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় শহরের চকযাদু সড়কে অবস্থিত বগুড়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক করতোয়া, থানা রোডে হেলাল মুকুল কমপ্লেক্সে অবস্থিত দৈনিক বগুড়া, মফিজ পাগলার মোড়ে অবস্থিত দৈনিক জয়যুগান্তর, সবুজ বাগে অবস্থিত দৈনিক সকলের খবর, বড়গোলা হোটেল পার্কে অবস্থিত দৈনিক মুক্তবার্তা এবং ষ্টেশন রোডে অবস্থিত বগুড়ার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকদের হাতে রুপরেখার বই তুলে দেন বিএনপির মিডিয়া কমিটির সদস্য কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা এবং দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি বিএনপির মিডিয়া কমিটির সদস্য কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বার্তা সম্পাদক বাদল চৌধুরী, মফস্বল সম্পাদক শেখ শাহেদ, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার তোফাজ্জল হোসেন, ঐতিহ্যবাহী বগুড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শফিউল আযম কমল, নির্বাহী সদস্য তানসেন আলম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি ও দৈনিক মুক্তবার্তার প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত মীর্জা সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক রেজাউল হক বাবু, আমিনুর রহমান কোয়েল, সাজ্জাদ হোসেন পল্লব, ইনছান আলী শেখ, আলমগীর হোসেন, দৈনিক জয় যুগান্তরের বার্তা সম্পাদক খোরশেদ আলম, জয় যুগান্তরের স্টাফ রিপোর্টার আসাফুদ্দৌলা নিয়নসহ সিনিয়র সাংবাদিকগণ।