সাতকানিয়ার ছদাহা ইউনিয়নে বিএনপির শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৬ পিএম, ৩ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৬:৪১ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে সাতকানিয়া উপজেলা আওতাধীন ছদাহা ইউনিয়নে বিএনপির শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ছদাহা ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান টিপু এর সভাপতিত্বে, সদস্য সচিব লোকমান মেম্বার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জননেতা জামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী সরকার দেশের গণতন্ত্রকে সম্পুর্ণ ধ্বংস করে দিয়েছে, এই অবৈধ স্বৈরাচারী জালিম সরকারকে বিদায় করে আমাদের গণতান্ত্রিক অধিকার ও হারানো ভোটের অধিকার ফিরে আনতে হবে। এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান এর নেতৃত্বে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম করতে হবে।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাক, যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, এসএম নূরুল হক, সদস্য জমির উদ্দীন মেম্বার।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে, ছদাহা ইউনিয়ন বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।