রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ কাল, একই সময় সমাবেশ ডেকেছে আ.লীগও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:২১ এএম, ৩ ফেব্রুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৫:৪৩ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির নেতা-কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে রংপুরে আগামীকাল শনিবার দলটি বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে গণসংযোগ শুরু করেছে দলটি। বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক সমাবেশে যোগ দেবেন। এদিকে একই সময়ে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগ।
রংপুর মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শনিবার রংপুর নগর এবং এর আশপাশে ব্যাপক পুলিশ মোতায়েন থাকবে।
মহানগর বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (০৪ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় নগরের গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে দলটির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি থাকবেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক। সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। সঞ্চালনা করবেন মহানগর বিএনপির সদস্যসচিব মাহফুজ উন নবী ও জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান।
এ বিষয়ে সদস্যসচিব মাহফুজ উন নবী বলেন, বিএনপির অফিসের সামনে প্রধান সড়কের পাশে একটি সভামঞ্চ তৈরি করে সেখানে বেলা দেড়টা থেকে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করে তুলতে রংপুর নগরের ৩৩টি ওয়ার্ডে গণসংযোগ চলছে। এ ছাড়া বিভিন্ন জেলা থেকেও দলের নেতা-কর্মী ও সমর্থকেরা সমাবেশে যোগ দেবেন।
একই সময়ে বিএনপির সমাবেশস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ করার কথা জানিয়েছে রংপুর মহানগর আওয়ামী লীগ। এ সমাবেশে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় প্রমুখ।
রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার পাশাপাশি দলের নেতা-কর্মীরা সমবেত হবেন। এ জন্য নগরের প্রতিটি ওয়ার্ডে দলের গণসংযোগ শুরু হয়েছে।