হালুয়াঘাট ধোবাউড়ায় হাটসভা, পথসভা, পদযাত্রায় এমরান সালেহ প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৪৩ পিএম, ২ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১২:১৭ এএম, ১১ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ক্ষমতাসীন দলের নেতাদের বাগাড়ম্বরের সমালোচনা করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বিএনপির মিছিলের দৈর্ঘ্য-প্রস্থ পরিমাপ না করে জনগণের আন্দোলনের মুখে কতদিন ক্ষমতায় থাকতে পারেন, সেই হিসাব করতে আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আন্দোলনের ভয়ে ভীত হয়ে সরকার অসংলগ্ন কথা বলে আন্দোলনের মনোবল বিনষ্ট করতে চায় ।
তিনি বলেন, উপনির্বাচন নিয়ে আওয়ামী নেতারা মিথ্যা আত্মতৃপ্তির ঢেঁকুর তুলতে পারেন, জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। নিষ্ঠুর প্রহসনের উপনির্বাচনে আওয়ামী মার্কা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্রের বিজয় হতে পারে, ১৪, ১৮’র ডাকাতির নির্বাচনের ধারাবাহিকতায় প্রহসনের উপনির্বাচনে জনগণের গণতন্ত্রের নির্মম পরাজয় ঘটেছে।
আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ধোবাউড়া ও বিকেলে হালুয়াঘাটের পৌর শহরে ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করতে পদযাত্রা, হাটসভা, প্রচারপত্র বিতরণ ও প্রস্তুতি সভায় অংশ নিয়ে তিনি বলেন, অনির্বাচিত সরকারের কথা বলে যারা সংবিধান অশুদ্ধের কথা বলছেন, তারা নিজেরাই অনির্বাচিত। জনগণের কাঁধে চেপে বসে আজীবন ক্ষমতায় থাকতে সংবিধান ইচ্ছামত কাটাছেঁড়া করে তারা সংবিধানের সার্বভৌমত্ব অশুদ্ধ করেছে। তাদের মুখে এসব মানায় না। বিএনপি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার চায় বলেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।
তিনি বলেন, গণবিচ্ছিন্ন সরকার গণতন্ত্র হরণ করে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে দুর্ভোগে থাকা জনগণকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে।
তিনি বলেন, শিক্ষা নিয়ে সরকার সুপরিকল্পিতভাবে অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়ে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংসের নীলনকশা করছে। তিনি বাস্তবতা বিবর্জিত কারিকুলাম মানহীন পাঠ্যপুস্তক অবিলম্বে বাতিলের দাবি জানান।
তিনি বলেন, আন্দোলনের দাবি অগ্রাহ্য করে সরকার যদি আবারও বিরোধী দল ও জনগণকে বাইরে রেখে আগের মতো সাজানো পাতানো নির্বাচনের নামে প্রহসন করতে চায়, তবে সরকারকে গণঅভ্যুত্থানে পতন ঘটানো হবে। আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যেতে ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করে সকলকে সর্বাত্মক প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান।
এমরান সালেহ প্রিন্স গতকাল হালুয়াঘাট পৌর শহরের হাটের দিনে বাঘাইতলা মোড়ে হাটসভায় বক্তব্য রেখে নেতাকর্মীসহ পদযাত্রা সহকারে হালুয়াঘাট পৌর শহরের হাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পদযাত্রা চলাকালে হালুয়াঘাট মধ্যবাজার তিন রাস্তার মোড়, গরুহাটা মোড়, কাঁচা বাজার, পাঠাগার মোড় ও মহিলা মার্কেট চত্বরে হাটসভায়ও তিনি বক্তব্য রাখেন।
এর আগে সকালে ধোবাউড়া বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা শেষে এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে নেতাকর্মীরা পদযাত্রা সহকারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়কে পথসভায় মিলিত হন। পদযাত্রা, হাটসভা ও পথসভা চলাকালে নেতাকর্মীরা জনসাধারণের মাঝে ৪ ফেব্রুয়ারি সমাবেশে যোগ দেয়ার আহ্বান সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন ।
হালুয়াঘাটের কর্মসূচিতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আবু হাসনাত বদরুল কবির, আবদুল হামিদ, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপি নেতা, নাদিম আহমদ, সাদেকুর রহমান নাইম, অধ্যাপক মোফাজ্জল হোসেন, তাজুল ইসলাম, আব্দুল হাই, মোনায়েম তালুকদার, আব্দুস সাত্তার, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সভাপতি শামসুল হক, সহ-সভাপতি আব্দুল আজিজ খান, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আসিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়়ক রুহুল আমিন খউপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, বিভাগীয়় শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, উপজেলা তাঁতী দলের আহ্বায়়ক আকিকুল ইসলাম,মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আলী আজগরসকলহ বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে যোগ দেন।