কেশবপুরে বিএনপির প্রস্তুতি সভায় আওয়ামী লীগের হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৭ পিএম, ২ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১০:২১ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলা স্কুল মাঠে বিএনপির প্রস্তুতি সভায় আওয়ামী লীগের হামলায় ওই ইউনিয়ন বিএনপির আহবায়ক মাস্টার কে এম খলিলুর রহমানসহ ৭ জন আহত হয়েছে। এ সময় হামলাকারিরা বিএনপি নেতা-কর্মিদের ৩টি মোটর সাইকেল ভাংচুর করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করে।
থানা ও স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকালে আগামী ৪ ফেব্রুয়ারী খুলনার সমাবেশ সফল করার লক্ষে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বাউশলা স্কুল মাঠে প্রস্তুতি সভা চলছিল। প্রধান অতিথি থানা বিএনপির যুগ্ম-আহবায়ক প্রভাষক আব্দুর রাজ্জাকের বক্তব্য শেষে প্রস্তুতি সভার সভাপতির বক্তব্যের শুরু হওয়ার আগে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাঁশের লাঠি নিয়ে হামলা চালালে বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান মাস্টার কে এম খলিলুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা ইউপি সদস্য দবির উদ্দীন বিশ্বাস, শরিফুল ইসলাম, রাসেল হোসেন, আব্দুল আজিজসহ ৭ জন আহত হয়। এদের মধ্যে সাবেক চেয়ারম্যান মাস্টার খলিলুর রহমান, ইউপি সদস্য দবির উদ্দীন বিশ্বাস মারাত্মক আহত হয়। এ সময় হামলাকারিরা বিএনপি নেতা শরিফুল ইসলাম, রাসেল হোসেন, যুবদল নেতা আব্দুল আজিজের মোটর সাইকেল ভাংচুর করে।
ঘটনাস্থলে উপস্থিত কেশবপুর থানা এস আই মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিবেশ শান্ত করা হয়েছে।
এদিকে, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন আজাদ এ হামলার তীব্র নন্দা ও প্রতিবাদ জানান। তিনি হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।