ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের মুক্তির দাবীতে বগুড়ায় ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৮ পিএম, ২ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০২:২৩ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যানের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল বগুড়া জেলা শাখা।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের আদালত চত্বর থেকে বের হয়ে নবাববাড়ী সড়ক হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
তারা বলেন, গদি হারানোর ভয়ে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তারা সারাদেশটাকে কারাগারে পরিনত করেছে। সরকার মামলা হামলা করে বিরোধীদলকে দমিয়ে রাখতে চান।
তারা বলেন, অবিলম্বে ছাত্রদলের নেতাদের মুক্তি দিতে হবে। নইলে কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, সোহরাব হোসেন বাপ্পী, মোঃ মানিক, আশা সিদ্দিকী রাকিব, মোঃ রিমন হোসেন, সাজু আহমেদ রবি, আমিনুল ইসলাম, সানজিদ হোসেন, রিতু, সরকার সিফাত, আল আমিন, আল রাজিব, রিবন হাসান রুমন।
আজিজুল হক কলেজ ছাত্রদলের সন্ধান সরকার, রাফিউল আল আমিন, সৌরভ, অনিক আহমেদ, বাবুল, বিপ্লব মিয়া, শাকিল, আতিক বিপ্লব, শাহ সুলতান কলেজ ছাত্রদলের নাসিরুজ্জামান মামুন, হাবিবুর হিরা, সিহাব, নাহিদ, জাহিদ, রাসেল, রুবেল, সোহাগ।
শহর ছাত্রদলের এস এম রাঙ্গা, সামিউর শেখ সন্ধি, আশিকুর অর্নব। সদর ছাত্রদলের হযরত আলী, আকিব,সজিব, বাধন, মাকিল,সাকিব, লিছানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।