বিএনপির লিয়াজোঁ কমিটির সাথে গণফোরাম ও পিপলস পার্টির নেতৃবৃন্দের সংলাপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৯ পিএম, ২ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০২:৩৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ কর্মসূচী নিয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দের সাথে গণফোরাম ও পিপলস পার্টির নেতৃবৃন্দের সংলাপ অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
অন্যদিকে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু'র নেতৃত্বে, সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, এ.কে.এম জগলুল হায়দার আফ্রিক ও মহিউদ্দিন আবদুল কাদের।
পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, মহাসচিব আবদুল কাদের, কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম রণো, প্রেসিডিয়াম সদস্য বিলকিস খন্দকার উপস্থিত ছিলেন।