জয়পুরহাটে সম্পাদক ও প্রেসক্লাব নেতৃবৃন্দের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:১৪ এএম, ২ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১০:৩০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জয়পুরহাট জেলার সকল প্রেসক্লাবের সভাপতি, সাধারন সম্পাদক, দপ্তর সম্পাদক, স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা' হস্তান্তর করা হয়েছে।
গতকাল বুধবার (০১ ফেব্রুয়ারি) রাত ৭টায় জয়পুরহাট শহরের রেড প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে রুপরেখার বই তুলে দেন বিএনপির মিডিয়া কমিটির সদস্য ও দৈনিক দিনকালের বিশেষ প্রতিনিধি কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাভিশনের জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিক, এনটিভির জেলা প্রতিনিধি শাজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি, মোমেন মুনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জয়পুরহাট প্রেসক্লাবের প্রচার ও লাইব্রেরি সম্পাদক সম্পাদক আবু মুসা, সাংবাদিক রাশেদুজ্জামান রাশেদ, সাগর কুমার, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য এ্যাড: ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জহুরুল, যুব নেতা পাপন, বুলেটসহ অন্যান্যরা।