চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:২৬ পিএম, ১ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৫:০১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন বলেন, অবৈধ ফ্যাসিবাদী সরকার দেশকে দুর্নীতির রোল মডেল হিসেবে পরিণত করেছে। আজ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে, সারাদেশে গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের নির্যাতন ও গণগ্রেফতার করা হচ্ছে। ফ্যাসিবাদী সরকার আমাদের সার্বভৌমত্ব কে ধ্বংস করে দিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দেশের মানুষ অনাহারে জীবন যাপন করছে।
দেশ বাঁচাতে এই মাফিয়া অবৈধ সরকারকে উৎখাত করতে হবে।
সাতকানিয়া কেরানীহাট ও পৌরসভা উপজেলা দেওয়ানহাট এলাকায় আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে লিফলেট বিতরণকালে এক পথসভায় জামাল হোসেন আরো বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে রক্ষীবাহিনী হিসেবে ব্যবহার করছে। দেশের মানুষ চায় এই অবৈধ ভোটচোর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও সরকার পতনের চূড়ান্ত আন্দোলন। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে কর্মসূচি দিবেন জনগণ সে কর্মসূচি জীবন বাজি রেখে সফল করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক শওকত আলী চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার, বিএনপি নেতা এস এম নূরুল হক, যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম বাবুল, আবদুর রহিম (সাবেক মেম্বার), হাজী ছামাদ, মোহাম্মদ লোকমান (সাবেক মেম্বার), জমির উদ্দিন মেম্বার, আবুল কালাম, আবু বক্কর (আবু), এওচিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলী, বিএনপি নেতা আবদুল আজিজ, ঢেমশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সিকদার, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল ফয়েজ, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক উদ্দিন, সৈয়দ বাহাউদ্দীন বুলু, মোহাম্মদ আবছার উদ্দিন, হেলাল উদ্দিন, হেলাল উদ্দিন কন্ট্রাক্টর, শ্রমিক দল নেতা জসিম উদ্দিন, মোহাম্মদ তারেক, দেলোয়ার হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন, নাজিম উদ্দীন, যুবদল নেতা মোহাম্মদ নেজাম উদ্দিন, ইকবাল হোসেন রুবেল, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ সোহেল, নবী আহমদ, উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আলী মিয়া, আবু সাঈদ রাসেল, সাইমুন খান হৃদয়, মোহাম্মদ শাকিল, তারেক মাহমুদ রিদুয়ান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ সোহেল, উপজেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, আশিকুর রহমান আশিক, মোহাম্মদ জমির উদ্দিন, মিনহাজুল হক সিকদার, পৌরসভা ছাত্রদল নেতা আব্দুর রহিম মাহী, মোহাম্মদ শাহেদ, মোহাম্মদ আকিক, মোহাম্মদ ফাহিম, শাহেদ চৌধুরী, জিসান সর্দার, রিয়াদ, জামশেদ, আদিন, হান্নান, সাকিল, মোহাম্মদ মিজান প্রমুখ।