দকারামুক্ত হলেন বিএনপি নেতা অধ্যাপক আমিনুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩১ পিএম, ১ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১২:২৭ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
প্রায় দুই মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম ।
আজ বুধবার (১ ফেব্রুয়ারি) ৫টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে নিজেই গণমাধ্যমকে তার মুক্তির খবর নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর পুলিশ বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে অধ্যাপক আমিনুল ইসলামসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করে। পরে পুলিশের ওপর হামলা, হামলার পরিকল্পনা ও উস্কানির অভিযোগে গত ৮ ডিসেম্বর পল্টন থানায় মামলা করে পুলিশ। ১০ জিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ ঘিরে গ্রেফতার নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রমুখ নেতারা জামিন পেলেও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জামিন দিচ্ছে না আদালত।