রুহুল কবির রিজভীর মুক্তি দাবি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩০ পিএম, ১ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ১২:৫২ এএম, ১৪ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কারাবন্দি রুহুল কবির রিজভীর অবিলম্বে মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট।
আজ বুধবার (১ ফেব্রোয়ারি) এক বিবৃতিতে জোটের নেতারা এই দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, মহাসচিব চৌধুরী মুগীসউদ্দীন মাহমুদ, অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. দেলোয়ার হোসেন ও মহাসচিব মাওলানা এস এম বায়েজীদ, বাকশিসের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো. আলমগীর হোসেন, অধ্যাপক আ. আউয়াল, প্রফেশনাল মুভমেন্টের অব বাংলাদেশের কেন্দ্রীয় নেতা অধ্যাপক কাজী মো. মাঈনুদ্দীন, অ্যাডভোকেট মনির হোসেন মারুফসহ বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ৬৪ জেলার সভাপতি ও সম্পাদকবৃন্দ অবিলম্বে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবি জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, জাতীয় নেতা রুহুল কবির রিজভী দীর্ঘ দুই সপ্তাহ ধরে অসুস্থ। ছাত্র রাজনীতি করার সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে স্বৈরাচার এরশাদ সরকারের পুলিশ বাহিনী তাকে গুলি করে হত্যা করতে চেয়েছিল। পুলিশের গুলিতে তিনি আহত হয়েছিলেন। বর্তমান ফ্যাসিস্ট সরকারও গণতন্ত্রের পক্ষে সোচ্চার থাকায় তার ভয়ে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকিয়ে রেখেছে। তাকে কোনো স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা করার অনুমতি দিচ্ছে না। নেতৃবৃন্দ জরুরি ভিত্তিতে রিজভীর সুচিকিৎসার ব্যবস্থা ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।