সরকার দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে : সাঈদ আসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৯ পিএম, ৩১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০১:০৯ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শরীয়তপুর জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম বলেছেন, বর্তমান সরকার দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। মানুষের কথা বলার কোনো অধিকার নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্টের শেষ নেই। দুর্নীতিতে এ সরকার শীর্ষে। জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। এ সরকারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হলে তাদের বিদায় করতে হবে। এজন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। সবাইকে একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনেই এ সরকারকে বিদায় করতে হবে।
তিনি আরও বলেন, আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে শরীয়তপুর-৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনের দলীয় বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে "আগামী ৪ ফেব্রুয়ারী ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে মতবিনিময় ও গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যোগ দেন।
এসময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার বিকেলে ধানুকা এলাকায় শরীয়তপুর জেলা ও মাদারীপুর জেলা বিএনপি'র আয়োজনে "আগামী ৪ ফেব্রুয়ারী ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায়" অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু'র সভাপতিত্বে ও কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
এসময় আরোও উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি কর্ণেল এসএস ফয়সাল (অব:), যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান, শরীয়তপুর জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, আবুল হোসেন সরদার, এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, মাদারীপুর জেলা বিএনপি'র আহবায়ক এ্যাড. জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী সহ জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।