জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগবাড়ীতে সাবেক এমপি লালুর ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:২৬ পিএম, ৩১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:২১ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন উপলক্ষে আজ দিনব্যাপী বগুড়ার গাবতলী নশিপুরের বাগবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দুঃস্থদের মাঝে ঔষধ বিতরন উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের উদ্যোগে এবং ড্যাব বগুড়ার সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ডাঃ ইউনুস আলী, সিনিয়র সহ সভাপতি ডাঃ বদিউজ্জামান, গাবতলী পৌর মেয়র বিএনপি নেতা সাইফুল ইসলাম, জিয়াউর রহমান গ্রাম হাসপাতালের সভাপতি ও ড্যাব নেতা অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, সাধারণ সম্পাদক ইঞ্জিঃ রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল হোসেন মোল্লা, বর্তমান সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান আতিক, সহ সভাপতি অধ্যাপক নজমুল হোসেন, সাহেদুজ্জামান সিরাজ বিজয়, পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক ডাঃ ছাবেদ আলী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি আতোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের জাহিদুল ইসলাম, ড্যাব নেতা ডাঃ জয়নাল আবেদীন, ডাঃ নাঈম, ডাঃ রোমান, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, নাছের আহম্মেদ বুলবুল, গোলাম রব্বানী, আব্দুল হান্নান, আগানিহাল বিন জলিল তপন, হামিদুল হক শিলু, আব্দুল হালিম, বিলেট বাবু, আব্দুস সবুর সবুজ, আব্দুল হালিম, কাউন্সিলার সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহবায়ক মাহারুফ সম্রাট, যুবদল নেতা আনোয়ার হোসেন, আনজু মন্ডল, বেলাল হোসেন, ময়নুল ইসলাম সেন্টু, মোস্তাফিজার রহমান মোস্তা, জাহাঙ্গীর আলম পোটল, মোমিন, রফিকুল, মিল্লাত, জাফর, দুলাল, রাগিব, শরিফ, ছাত্রদল নেতা আয়নাল হক, মাসুদ রানা, রাশেদ, মিনহাজ, জুয়েল, সাগর, স্বেচ্ছাসেবক দল নেতা জিন্নাত আলী, আল আমিন সহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ প্রমূখ।