বিএনপির আন্দোলনই এখন জনগণের আন্দোলনে রূপ নিয়েছে : শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫২ পিএম, ৩০ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ১০:০১ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপির আন্দোলনই এখন জনগণের আন্দোলনে রূপ নিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে। এজন্য বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আর বর্তমান সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে দেশের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। আর এই সরকারের সময় ফুরিয়ে এসেছে। ফুঁসে উঠছে জনগণ। অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে।
আজ সোমবার (৩০ জানুয়ারী ২০২৩) বিকেলে ধানুকা এলাকায় শরীয়তপুর জেলা ও মাদারীপুর জেলা বিএনপির আয়োজনে "আগামী ৪ ফেব্রুয়ারী ফরিদপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায়" প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সঠিক ভোট হলে আওয়ামী লীগের ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর বিএনপি ক্ষমতায় থাকলে বাংলাদেশের সুনাম হয়। বাংলাদেশ পুরস্কৃত হয়। তাই আগামী নির্বাচন গণতান্ত্রিক ভাবে হলে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ বিশ্বের কাছে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন হবে।
শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু'র সভাপতিত্বে ও কার্যকরী সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম, সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, অ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাড. জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক মজিবুর রহমান, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন সরদার, বিএম হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, পৌরসভার সভাপতি অ্যাড. লুৎফর রহমান, জেলা দপ্তর সম্পাদক অ্যাড. কামরুল হাসান, যুবনেতা অ্যাড. মৃধা নজরুল কবির, আজাদ মাল, ছাত্রনেতা পান্থ তালুকদার সহ জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।