সমগ্র বাংলাদেশ আজকে কিম জং উনের যুগে আছে : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৬ পিএম, ৩০ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০১:০৪ এএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘শুধু কিশোরগঞ্জ নয়, সমগ্র বাংলাদেশ আজ কিম জং উনের যুগে আছে। আমার ছোট বেলায় একটা সিনেমা দেখছিলাম আপনার অনেকেই দেখেছেন হীরক রাজার দেশে। আমরা আজকে হীরক রাণীর দেশে আছি।’ আগামী ৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে কিশোরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিভিন্ন কথা বলছেন। তিনি সম্মানিত ব্যক্তি তাকে সম্মান করি। তিনি বিএনপির আন্দোলনকে বলেন ভূয়া। কালকে তিনি বললেন বিএনপির গণপদযাত্রা নাকি বিএনপির মরনযাত্রা। আসালে যারা ভূয়া তারাই অন্যকে ভূয়া বলতে পারে। ভূয়া আন্দোলন নাকি আসল আন্দোলন, ইনশাআল্লাহ সামনে আপনারা দেখবেন। বিএনপির মরন যাত্রা নয় এই পদযাত্রা হলো আওয়ামী লীগের পতন যাত্রা।
আজ সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক। জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন।
এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সহসভাপতি রুহুল হুসাইন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, অ্যাডভোকেট জালাল উদ্দীন ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাঈল মিয়া, আমিনুল ইসলাম আশফাক ও নাজমুল আলম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দল্লাহ আল মামুন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক আবু নাসের সুমন এবং জেলা ছাত্রদলে সভাপতি মো. মারুফ মিয়া। জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।