ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে গাজীপুর মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫২ পিএম, ৩০ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৫:২২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আজ সোমবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা করেছে গাজীপুর মহানগর বিএনপি। মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেনোজির আহমেদ টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার মাজহারুল আলম।
আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, আহমেদ আলী রুশদি, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম, সুরুজ আহমেদ, মাহাবুবুল আলম শুকুর, হাসান আজমল ভূইয়া, সরকার জাবেদ আহমেদ সুমন, আনোয়ারা বেগম, বসির আহমেদ বাচ্চু, মোঃ আব্দুর রহিম খান কালা, প্রবাষক বশির উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম, সাজেদুল ইসলাম, মাহমুদ হাসান রাজু, শাহাদাত হোসেন শাহিন, অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম বিকি, খন্দকার আলী হোসেন, মোঃ ইদ্রিস আলী, মনিরুল ইসলাম বাবুল, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোঃ সাইফুল ইসলাম টুটুল, মোঃ কামাল উদ্দিন, মোহাম্মদ বাবুল হোসেন, শিরিন চাকলাদার, খাদিজা আক্তার বিনা, আতাউর রহমান, মোস্তফা জামান খোকন, মোঃ খোকন বিশ্বাস, মোহাম্মদ তাইজুল ইসলাম বেপারী, মোঃ কৌশিক খান, মোঃ রোহানুজ্জামান শুক্কুর, মাহমুদুল হাসান মিরন প্রমুখ মহানগর বিএনপির বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী।