আজ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:২৭ এএম, ৩০ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৬:০১ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন, নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে রাজধানীতে গণ-পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি।
আজ ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের গণ-পদযাত্রার চূড়ান্ত শিডিউল দিয়েছে দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ শিডিউল নিশ্চিত করেন। এর আগে গত শনিবার রাজধানীতে পদযাত্রা করে দলটি। বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। এরপর রামপুরা হয়ে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হয়।
আজ সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে গণ-পদযাত্রা শুরু হবে। শুরুর আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু।
৩১ জানুয়ারি দুপুর ২টায় গাবতলী বাসস্ট্যান্ড থেকে শুরু হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক। ১ ফেব্রুয়ারি দুপুর ২টায় মুগদা স্টেডিয়াম থেকে শুরু হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু।