রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৪৩ পিএম, ২৯ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ১২:৫৭ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
আগামী ৪ ফেব্রুয়ারী রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ঘটিকার সময় হোসেনপুরস্হ আল মাহমুদ এভিনিউ ইকবাল হাসান মাহমুদ টুকু'র বাসভবনে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা ও পরিচালনা করেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান।
বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক সাংবাদিক এম দুলাল উদ্দিন আহমেদ, সহ- শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, জেলা যুব দলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সিনিয়র সহ-সভাপতি আলামিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, জেলা তাঁতী দলের আহবায়ক আনিছুর রহমান, জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী, জেলা জাসাস'র আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা, সদস্য সচিব আব্দুল হালিম টুটুল, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব আলমাস আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সিনিয়র সহ-সভাপতি কায়সার পারভেজ কাজল, সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমনসহ সিরাজগঞ্জ জেলা বিএনপির ১৮টি ইউনিটের বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।