জামালপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে মহিলা দলের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫১ পিএম, ২৮ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৭:০০ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ে এই কর্মসূচীর আয়োজন করে জেলা মহিলা দল।
জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এছাড়াও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা শামীমা বেগম রুবীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, সরকার মেগা প্রকল্পের নামে বিদেশ থেকে ঋণ নিচ্ছে। ঋণের টাকায় দেশের উন্নয়ন করার কথা, কিন্তু দেশের উন্নয়নের পরিবর্তে সেই টাকা লুটপাট করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার অধীনে এদেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানান নেতারা।
আলোচনা সভা শেষে জিয়া পরিবার এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। পরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।