বগুড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল ও খাবার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৯ পিএম, ২৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৭:৪২ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের উদ্যোগে আজ বৃহস্পতিবার বাদ জোহর দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিল শেষে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে রাস্তায় খাবার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।
এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাড. একেএম সাইফুল ইসলাম, বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার, বিএনপি নেতা তৌহিদুল আলম মামুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের সভাপতি অ্যাড. আলী আসগার, সিনিয়র আইনজীবী আফতাব উদ্দিন আহমেদ, শেখ রেজা মিন্টু, শফিকুল ইসলাম টুকু, রুহুল আমিন খান, মাহবুবা খাতুন সুমি, শফিকুল ইসলাম শফিক, এনামুল হক পান্না, আব্দুল মতিন, পিএম ময়নুল হাসান হেলাল, একে আজাদ, সাকিউল হাসান রুবেল, নাজমুল হোসেন, মেহেদী হাসান, আব্দুল ওহাব, গোলাম মোস্তফা মজনু, আতাউর রহমান আপন, আনম বজলুর রশিদ প্রমুখ।