দারুস সালাম থানা বিএনপি'র আহবায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৭ এএম, ২৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:৪১ এএম, ৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ্ আমান ও সদস্য সচিব আমিনুল হকের নির্দেশ ক্রমে দারুস সালাম থানা বিএনপি'র ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
গতকাল বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মো: জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
০১, আহ্বায়ক, এস এ সিদ্দিক সাজু
০২, যুগ্ম আহবায়ক, মো: আরিফ মৃধা
০৩, যুগ্ম আহবায়ক, হাজী মো: আবু সায়েম মন্ডল
08, যুগ্ম আহবায়ক, মো: বাবুল মিয়া
০৫, যুগ্ম আহবায়ক, মো: আলমগীর হোসেন ভূট্টো
০৬, যুগ্ম আহবায়ক, মো: সোহেল খান
০৭, যুগ্ম আহবায়ক, মো: সাইফুল নবী খালেদ
০৮, যুগ্ম আহবায়ক, এইচ এম ইমরান
০৯, যুগ্ম আহবায়ক, মো: হুমায়ন কবির
১০, যুগ্ম আহবায়ক, মো: মোস্তফা কামাল
১১, যুগ্ম আহবায়ক, মো: আবুল কালাম
১২, যুগ্ম আহবায়ক, মো: আমান উল্লাহ
১৩, যুগ্ম আহবায়ক, আবু সাঈদ দীপু
১৪, যুগ্ম আহবায়ক, মো: ইকবাল মাহমুদ রিপন
১৫, সদস্য, মোঃ হাসেম শেখ
১৬, সদস্য, এস এম মিরাজ হোসেন ইমন
১৭, সদস্য, মো: সেলিম ইকবাল মাহমুদ
১৮, সদস্য, মো: লিটন ভূঁইয়া
১৯, সদস্য, মো: ইকবাল হোসেন স্বপন
২০, সদস্য, প্রিন্সিপাল নজরুল ইসলাম
২১, সদস্য, মো: সোহেল ব্যাপারী
২২, সদস্য, মো: এমদাদুল হক বাবুল
২৩, সদস্য, ডাঃ ইয়াসিন আরাফাত
২৪, সদস্য, মো: এনজামুল হক
২৫, সদস্য, মো: মনোয়ারুল ইসলাম
২৬, সদস্য, মো: শামীম আহম্মেদ সালামত
২৭, সদস্য, মো: জামান খান
২৮, সদস্য, মোঃ নুর আলম
২৯, সদস্য, মো: শামসুদ্দোহা
৩০, সদস্য, মো: কাজল মোল্লা
৩১, সদস্য, আৰু আবদুল্লাহ মোল্লা