মুক্তি পেলেন বিএনপি নেতা বাবুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:০৫ এএম, ২৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১০:৩০ এএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
দীর্ঘ ৫১ দিন কারাভোগের পর আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
গত ১০ ডিসেম্বর বিএনপি’র ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। সেদিন বাবুলকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে নয়া পল্টনে সংঘর্ষের মামলায় কারাগারে নেয়া হয়।