২৮শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি ঢাকায় পদযাত্রার ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৩১ এএম, ২৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৩:৫৪ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকা মহানগরে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
মির্জা ফখরুল জানান, আগামী ২৮শে জানুয়ারি থেকে ১লা ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে এ পদযাত্রা হবে। ঢাকা মহানগর দক্ষিণ ৩০শে জানুয়ারি পদযাত্রা করবে যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১লা ফেব্রুয়ারি বুধবার মুগদা থেকে মালিবাগ পদযাত্রা করবে। মহানগর উত্তর বিএনপি ২৮শে জানুয়ারি শাহজাদপুর থেকে আবুল হোটেল এবং ৩১শে জানুয়ারি গাবতলী থেকে মিরপুর ১০নং গোলচত্বরে শেষ হবে কর্মসূচি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমানউল্লাহ আমান, আবদুস সালাম, আফরোজা আব্বাস, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, রফিকুল আলম মজনু, আমিনুল হক, ইশরাক হোসেন, আবু নাসের রহমাতুল্লাহ, সুলতানা আহমেদ, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।