মানিকগঞ্জে গণহত্যা দিবসে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৭ পিএম, ২৫ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৯:০৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
মানিকগঞ্জে ২৫ জানুয়ারী গণহত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নেতৃবৃন্দদের মুক্তি গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ বুধবার (২৫ জানুয়ারি) ১২ টার দিকে জেলা কোর্ট চত্তরে এ বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির, বিএনপি নেতা অ্যাড জামিলুর রশিদ খান, অ্যাড আজাদ হোসেন খান, আব্দুল বাতেন, নুরতাজ আলম বাহার, এস এম ইকবাল হোসেন, গোলাম কিবরিয়া সাঈদ, গোলাম আবেদিন কায়সার, নাছির উদ্দিন আহমেদ যাদু, আরিফ হোসেন লিটন, সত্যেন কান্ত পন্ডিত ভজন, আব্দুল কাদের, জিয়া উদ্দিন আহমেদ কবির প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেন, ২৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবসে ১০ দফা দাবীতে জেলা বিএনপি রাজপথে বিক্ষোভ সমাবেশ করছে। বিএনপির ১০ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাব। অবৈধ সরকারকে পুনরায় ভোটবিহীন ভাবে ক্ষমতায় আসতে দেয়া হবে না। মানিকগঞ্জ জেলা বিএনপি সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় রাজপথে থাকবে।
এসময় জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, ভোট বিহীন সরকার আবারো বাকশালী কায়দায় শান্তি প্রিয় বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। আজকে মানিকগঞ্জের মাটিতেও দাড়িয়ে কোন জনগণ শান্তিতে নেই। আমাদের নেতাকর্মীরা গণতন্ত্র উদ্বার করতে গিয়ে মিথ্যা মামলা হামলার শিকার হচ্ছে। এখনও আমাদের ২৭ জন নেতাকর্মী জেলহাজতে রয়েছে। তাদের অপরাধ তারা অবৈধ সরকারকে পতন করে গণতন্ত্র উদ্বার করার জন্য লড়াই করে যাচ্ছে।