খাগড়াছড়িতে সমাবেশ করেছে জেলা বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:১২ এএম, ২৫ জানুয়ারী,
বুধবার,২০২৩ | আপডেট: ০৭:৩০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসে’ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
আজ বুধবার (২৫ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভাঙ্গাব্রীজ গণপূর্ত অফিসের সম্মুখে সমাবেশের আয়োজন করা হয়। এসময় শহরের বিভিন্ন স্থান হতে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ গ্রহন করেন বিএনপি নেতৃবৃন্দরা।
জেলা যুবদলের সভাপতি মোঃ মাহাবুব আলম সবুজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সি: সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা সহ জেলা উপজেলা প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা সমাবেশে বলেন, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও রাজবন্দিদের মুক্তি, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ ১০ দফা দাবিতে চলমান গণ-আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার, মনিন্দ্র কিশোর ত্রিপুরা, মংসুথোয়াই চৌধুরী, হাফেজ আহম্মেদ ভূইয়া, মোঃ বেলাল হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, উপজাতীয় বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দল ও জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া, জেলা জিয়া পরিষদের সভাপতি মোজ্জাম্মেল হক, জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোঃ রিয়াসাদ সহ প্রমুখ ।