ঢাকার সমাবেশ সফলে নয়াপল্টনে বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৪৭ এএম, ২৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১২:০৫ পিএম, ১৬ ডিসেম্বর,সোমবার,২০২৪
ঢাকার সমাবেশ সফলের আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতের দোকান ও পথচারীর মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এই লিফলেট বিতরণ করেন।
যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি হিসেবে আগামীকাল বুধবার দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সহ-ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল, মোরশেদ আলম, ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাফি ইসলাম প্রমুখ নেতা।