মোহাম্মদপুর বুদ্ধিজীবি কবরস্থানে শায়িত হলেন বিএনপি নেতা মতিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৫৩ পিএম, ২১ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৩:৫৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক সাবেক সাবেক কাউন্সিলর ও ছাএনেতা আতিকুল ইসলাম মতিনের নিজ গ্রাম মোহাম্মদপুরের বছিলায় জানাযা শেষে মোহাম্মদপুরস্থ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
আজ শনিবার (২১ জানুয়ারি) সকাল ১১ টায় প্রথম জানাযা মোহাম্মদপুরস্থ লালমাটিয়া বিবির মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এরপর দ্বিতীয় জানাযা বিএনপির নয়াপল্টন পার্টি অফিসের সামনে বাদ যোহর দুপুর ১টা ৩০ মিনিটে এবং সর্বশেষ বাদ আসর ৪টা ৩০ মিনিট তৃতীয় জানাযা- নিজ গ্রাম বছিলা হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে আতিকুল ইসলাম মতিনকে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
এ সময় বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সোহেল রহমান, এ্যাড আক্তারুজ্জামান, হাজী ইউসুফ, এ্যাড আফতাব উদ্দিন জসীম, মোহাম্মদপুর থানা বিএনপির নেতা এম এস আহমাদ আলী, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব এ্যাড রুনা লায়লা রুনা, যুবদল মোহাম্মদপুর থানার সাবেক সভাপতি জাহিদ হোসেন মোড়ল, মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড সারোয়ার হোসেন সাকিফ, ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাড মাসুম খান রাজেশ, মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ইসহাক, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহসভাপতি লিটন মাহমুদ বাবু, বিএনপি নেতা মান্নান হোসেন শাহীন, শ্রমিক দলের মোহাম্মদপুর থানার যুগ্ম আহবায়ক রুবেল হাওলাদারসহ বিএনপি ও অংগসংগঠনের সকল স্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য ঢাকা মহানগর উত্তর বিএনপি'র এ নেতা স্টোক করে গত তিন দিন ধরে ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৯ টা ০৭ মিনিটে ইন্তেকাল করেন।
স্থানীয় বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ আতিকুল ইসলাম মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, মতিন রাজনীতির পাশাপাশি একজন সমাজসেবক, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
স্থানীয় বিএনপির এ নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে দল একজন নিবেদিত নেতা ও ভালো সংগঠক কে হারিয়েছে। ঢাকা মহানগর বিএনপির রাজনীতিতে তার নিরলস ভূমিকা ছিল। বিশেষ করে ঢাকা মোহাম্মদপুরের রাজনীতিতে তিনি খুব জনপ্রিয় নেতা ছিলেন। তার শূন্যস্হান পূরণ হবার নয়।
বিএনপির এ স্থানীয় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।