সাবেক এমপি আনোয়ারুল হোসেন খান চৌধুরীর আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৪ এএম, ২১ জানুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৬:৪৮ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইয়াসির খান চৌধুরীর শ্রদ্ধেয় পিতা, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরী গতকাল দিবাগত রাত ৯:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।
মরহুমের জানাজার নামাজ আজ শনিবার সকাল ৯:৩০টা গুলশান আজাদ মসজিদ, বিকাল ৩টা নান্দাইল চন্ডিপাশা স্কুল মাঠ ও বিকাল ৪টা মোয়াজ্জেমপুর সাহেব বাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।