জিয়াউর রহমান এর জন্মদিন উপলক্ষে বগুড়া শহর বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২৭ পিএম, ২০ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০৯:৪৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭ তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে বগুড়া শহর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বগুড়া জেল বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাড হামিদুল হক চৌধুরী হিরু'র সভাপতিত্বে মাহফিলে বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্শেদ মিটন ও মোঃ সোলায়মান আলী সহ শহর বিএনপি এবং ওয়ার্ড বিএনপি ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পূর্বে বাদ জুম্মা ২১টি ওয়ার্ডে প্রতেকটি মসজিদে ওয়ার্ড বিএনপির উদ্দোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।