শাজাহানপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৫৮ এএম, ২০ জানুয়ারী,শুক্রবার,২০২৩ | আপডেট: ০১:৩৪ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ জানুয়ারি) বাদ জুম্মা উপজেলা বিএনপির উদ্যোগে দুবলাগাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মতিউর রহমান মতি, সাইফুল ইসলাম, বাদশা আলম, আনোয়ার হোসেন, বিএনপি নেতা এমরান হোসেন, নুরুল আজাদ, আতাহার আলী কাইয়ুম, আব্দুল মজিদ, রুহুল আমিন রঞ্জু, মামুনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে বাদ আছর একযোগে উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।