আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেয়ায় বিএনপির প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৯ পিএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৩:২৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলা একাডেমি আয়োজিত আসন্ন বই মেলায় আদর্শ প্রকাশনীর স্টল স্থগিত করায় গভীর উদ্বেগ, ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ক্ষোভ জানান। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বাংলা একাডেমির অমর একুশে বইমেলা মুক্তবুদ্ধি চর্চার উপযুক্ত স্থান হিসেবে যুগ যুগ ধরে বিবেচিত হয়ে আসছে। ভিন্নমতের বই প্রকাশের অভিযোগে আসন্ন বইমেলায় আদর্শ প্রকাশনীর স্টল স্থগিত করা খুবই উদ্বেগজনক এবং নিন্দনীয়। এ ঘটনা মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, বইমেলা কোনো সরকার বা একক দলের নয়। বরং দলমত নির্বিশেষে সবার প্রাণের মেলা হিসেবেই বিবেচিত হয়ে আসছিল। কিন্তু তিনটি ভিন্নমতের বইয়ের জন্য ছয় শতাধিক বই প্রকাশকারী সংস্থা আদর্শ প্রকাশনীর স্টল স্থগিত করার মাধ্যমে বাংলা একাডেমি ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলো।
মির্জা ফখরুল বলেন, এর আগেও কয়েকবার বাংলা একাডেমি একুশের বইমেলায় ভিন্নমতের বই প্রকাশের কারণে প্রকাশনা সংস্থার স্টল স্থগিত বা বাতিল করেছে। জনগণের অর্থে পরিচালিত বাংলা একাডেমির মতো সৃজনশীল এবং মেধা ও মননের প্রতিষ্ঠানকেও দলীয়করণ করা হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, বইমেলা যেন দল-মত নির্বিশেষে সবার প্রাণের মেলা হিসেবে বিবেচিত হতে পারে সেজন্য আমি বাংলা একাডেমি কর্তৃপক্ষকে একুশের বইমেলা দলীয়করণ না করার আহ্বান জানাই। এছাড়া আসন্ন বইমেলায় আদর্শ প্রকাশনীসহ ভিন্নমতের বই প্রকাশকারী অন্যান্য প্রকাশনীর স্টল বরাদ্দের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাদের স্টল বরাদ্দের আহ্বান জানাই।