তারেক ও জুবাইদা রহমানের বিরুদ্ধে গেজেট প্রকাশের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৫৫ পিএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:২৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে আদালতে হাজিরের গেজেট প্রকাশের প্রতিবাদে আজ বৃহস্পতিবার রাজধানীতে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি আক্তার হোসেন, সহ সভাপতি করিম প্রধান রনি, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম রাকিব, সহ সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম, সহ গণসংযোগ সম্পাদক শাহ পরাণ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি হাসানুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান খন্দকার অনিক, ক্রীড়া সম্পাদক মোঃ আল আমিন, মুজিব হলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, মুহসিন হলের আহনাফ রিফাত, এফ রহমান হলের রাকিবুল হাসান।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ সভাপতি রুহুল আমিন টুটুল, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি তারেকুল ইসলাম খান তারেক, সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, রকিবুল ইসলাম রনি, সহ দফতর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, রাকিবুল ইসলাম রুবেল, মুহিবুর রহমান হৃদয় সহ প্রায় অর্ধ শতাধিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মিথ্যা অভিযোগে অবৈধ সরকারের আজ্ঞাবহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ৬ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত।