জিয়াউর রহমান সবার হ্নদয়ের মাঝে চিরদিন বেঁচে থাকবেন : আমির খসরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৭ পিএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১২:২৪ পিএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান আমাদের আদর্শ। তিনি সবার হ্নদয়ের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। জিয়াউর রহমান সবসময় দেশ-মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন। তিনি আরো বলেন বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এজন্য বিএনপি আজ একটি জনপ্রিয় রাজনীতিক দল।
আজ বৃহস্পতিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বগুড়া গাবতলীর নশিপুর বাগবাড়ী জিয়াবাড়ীতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সভাপতি এস এম জিলানির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি গোলাম মোঃ সিরাজ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান শুভ, সদস্য সচিব আবু হাসান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল নেতা শাহাকুল ইসলাম সবুজ, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান, রাসিব ইয়াছির মানিক, শাহ মোঃ আল আমিন, রওশন হাবিব রিয়ন, ফজলে রাব্বী সেতু, সাইদ সুলতান সজিব, মিল্টন হোসোইন, দপ্তর সম্পাদক নাদিম মাহমুদ, বিএনপিন নেতা নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ রাজ্জাকুল আমিন তালুকদার রোকন, সহকারী অধ্যাপক নজমুল হক, এমআর ইসলাম রিপন, শিক্ষক ওবাইদুর রহমান, আক্তারুজ্জামান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান, হারুনুর রশিদ হারুন, জুবাইদুর রহমান গামা, মনিরুজ্জামান ফারুক, নজরুল ইসলাম বজলু, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মশিউর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন, যুগ্ম আহবাযক মামুনুর রশিদ ঠান্ডু, উপজেলা ছাত্রদলের সভাপতি এমআর হাসান পলাশ, সাধারণ সম্পাদক এমএম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, যুবদল নেতা আনজু মন্ডল, জাহাঙ্গীর আলম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ প্রমূখ। এরপূর্বে কুরআন খতম এবং দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।