রংপুরে শহীদ জিয়ার ৮৭তম জন্ম দিন যথাযোগ্য মর্যাদায় পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৪৩ পিএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৪:৫১ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ লক্ষ্যে মহানগর বিএনপি জেলা বিএনপি ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় মহানগর বিএনপি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাসাসের শিল্পিরা সংঙ্গীত পরিবেশন করে।
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে নগরীর গ্র্যান্ডহোটেল মোড়ে শহীদ জিয়ার বর্নাঢ্য কর্মময় জীবনী নিয়ে আলোচনায় অংশ নেয় মহানগর বিএনপি‘র সদস্য রুহুল আমিন বাবলু, সুলতান আলম বুলবুল, সাংবাদিক সালেকুজ্জামান সালেক, মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, ডাক্তার নিখিলিন্দু গুহ, সামসুজ্জোহা সাজু, আব্দুস সালাম, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিনসহ সভাপতি ফরহাদ হোসেন পিন্টু তাতী দলের আহবায়ক সাহেদ ইকবাল প্রমুখ।
পরে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মী, দেশবাসীর জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ওলামাদলের সদস্য সচিব মওলানা নুরুল ইসলাম। এ ছাড়াও জেলার সকল উপজেলায় স্থানীয় বিএনপি‘র উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মহানগর ও জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।