বাগেরহাটে জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩২ পিএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৬:৩৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রক্তদান ও শীতবস্ত্র বিতরন করেছে জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকালে জেলা বিএনপির কার্য়ালয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: সুজন মোল্লার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, ডা: আব্দুর রহমান, সরদার ওহিদুল ইসলাম পল্টু বিএনপি নেতা এসকেন্দার হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল প্রমুখ।