জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৭ পিএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৫:৫৬ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে তারাকান্দা উপজেলা সদেরের ঐশী রাইস মেইল প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক একে এম এনায়েত উল্লাহ কালাম ও যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
আরও বক্তব্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনায়েত উর রহমান, হাফেজ আজিজুল হক, আব্দুস সালাম তালুকদার, মাসুদ রানা খান, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল, মৎস্য জিবি দলের আহবায়ক হযরত আহম্মেদ সাকিব, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ইয়াসিন মেম্বার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক, আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দদের আহবায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।
পরে দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।