জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে যুবদলের দোয়া ও শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:২৬ পিএম, ১৯ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০১:৪২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ করে দলের প্রতিষ্ঠাতার জন্মদিনের কর্মসূচি পালন করেন রাজশাহী মহানগর যুবদলের নেতা কর্মীরা।
আলোচনা সভায় সভপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি'র আহ্বায়ক এ্যাডঃ এরশাদ আলী ঈশা, বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ নজরুল হুদা, সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি, উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আবু হেনা শাহিন রান্টু, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ রহুল আমিন বাবলু, নাসিম খান, ফাইজুল ইসলাম ফাহি,আতাউর রহমান বাঁধন, আনারুল ইসলাম, সালাউদ্দিন বিপ্লব, সালমগীর হোসেন, আল মামুন বাবু, ঈষমাইল আলী রাহি, সোহেল রানা, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান আপেল, আমিন হোসেন, মির্জা মুন্না, আশরাফুজ্জামান সজিব, রবিন উল হাসান, জাহিদ, রাকিব হোসেন, সুমন সরদার, তন্ময় মোল্লা, মনিরুল ইসলাম জনি, মুজাহিদুল ইসলাম ফিরোজ, রফিক, জাহিদ হোসেন, বপ্পী, নীরব খান তারেক, রাসেল হোসেন, কাউসার আলী, ওয়াসিম জাভেদ টিংকু, পলাশ,ফারুক হোসেন, পারভেজ, নিশান, গোলাম মোস্তাইন তুষার, রুবেল, সুমন, রফিকুল আলম মিলন, বেলাল হোসেন, আলম,আলাল, শুকুর, মানিক, আলম, মিঠুন, মিলন, স্বাধীন, শিশির, জিনারুল।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম কনক, তৌফিককুল ইসলাম মিম সহ রাজশাহী মহানগর যুবদল অধিনস্থ থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতা কর্মীবৃন্দ।
রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।